ঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরুর আগে আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খেলার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য বুধবার সকাল ১০টায় বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ ব্যানার্জি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-প্রশাসন) মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে । সিলেটে তিন দিনে অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ। সবগুলো খেলার ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সিলেট পর্বের সূচি : বৃহস্পতিবার রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস, (দুপুর ১টা ৩০ মিনিট) বৃহস্পতিবার সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট), শুক্রবার ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স (দুপুর ২টা), শুক্রবার সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স (সন্ধ্যা ৭টা) শনিবার চট্রগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স (দুপুর ১টা ৩০ মিনিট), শনিবার সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।