ফজিলাতুন্নেছা বাপ্পীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
বৃহস্পতিবার, জানুয়ারী ০২, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য ফজিলাতুননেছা বাপ্পীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সূত্র : বাসস
প্রসঙ্গত, এর আগে আজ সকালে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী (৪৯) চলে গেছেন না-ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ফজিলাতুন্নেছা বাপ্পী হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।