রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি- রাংগামাটি তে রাজস্থলী উপজেলায় বাংগালহালিয়া তে নন্দ বংশ বিদর্শণা ভাবনা কেন্দ্রের ১০ দিন ব্যাপী ধরে ভাবনা চলছিল।সে ভাবনা কেন্দ্রের বিভিন্ন এলাকা হতে ধর্মপ্রাণ ভাবনাকারী দায়ক দায়িকা উপাসক উপাসিকারা অংশগ্রহণ করতে দেখা যায়। এ ভাবনা কেন্দ্রের পরিচালনায় করেন বার্মা হতে ধ্যানের ট্রেনিং প্রাপ্ত শ্রদ্ধেয় ভান্তে নন্দবংশ থেরো ১০ দিনব্যাপী অক্লান্ত পরিশ্রমের মধ্যে উপাসক উপাসিকাদের কে ধ্যানের ট্রেনিং দেয়া হয়েছে। বৌদ্ধ ধর্মের মূল বিষয় জীবনে যতদিন বেঁচে থাকি ভাবনা বিকল্প নাই বলে উল্লেখ করেন। আজ রোজ মংগলবার ৭ টায় হতে ধ্যানেরত দায়ক দায়িকা পঞ্চশীল বা অস্ট শীল গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করে শত শত লোক সমাগম দেখা যায়। এই ভাবনা মধ্যে জীবনের বেঁচে আয়ুসহ নিবাণ লাভ করার জন্য ভাবনা করতে গৌতম বুদ্ধ দায়ক দায়িকাদেরকে বলা হয়েছে। আপনারা সবাই দান শীল ভাবনা এই ৩ টি খুবই গুরুত্ব পূর্ণ সকলে পালনীয় দরকার হয়ে পরে।
সকাল ১১:৩০ মিনিটে আগত বৌদ্ধ ভিক্ষুরা, শ্রমন সহ ছোয়াইং আহার করতে দেখা যায়। এরপর পাশাপাশি ছোট শিশুরা এবং উপাসক উপাসিকারা এক সাথে বিহারে বসে দুপুরে আহার করেন।
এতে বিভিন্ন সম্প্রদায় লোকজনদেরকে ভাবনা শেষ দিনে অংশগ্রহন করতে দেখা মিলে। ধ্যানে পরিচালনায় ভান্তে নন্দ বংশ জানান, আজকের দ শেষ দিনে গৌতম বুদ্ধের কাছে প্রাথর্ণা ও প্রদীপ জালানো হয়। সব্বে স ত্তা সুখীতা হোন্ত, জগতে সকল প্রাণী সুখী হউক।