৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে এবং ৫ এপ্রিল থেকে শুরু হওয়া টেস্টে খেলবেন মুশফিক। জানা গেছে, আগের দুই সফরে পারিবারিক কারণে মুশফিক যান নি। তবে এবার যাচ্ছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন মুশফিক। তবে পাকিস্তান সফরের বিষয়ে সাংবাদিকেরা জিজ্ঞেস করলে এড়িয়ে যান তিনি। পরে ড্রেসিং রুমে ফেরার পথে এ ব্যাপারে সাংবাদিকদের নিশ্চিত করেন মুশফিক নিজেই।

মুশফিক বলেন, 'আল্লাহ ভরসা, চেষ্টা করব ছন্দটা ধরে রেখে পাকিস্তানে খেলতে। দলের ভেতরে আত্মবিশ্বাস ফিরেছে। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারব ওখানে।'

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন মুশফিকুর রহিম। এ ছাড়া অধিনায়ক মুমিনুলও করেছেন সেঞ্চুরি।