শুধু উন্নত দেশ হলেই হবে না; জাতি হিসেবেও আমাদের উন্নত হতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা উন্নত দেশ হওয়ার পথে অনেক এগিয়েছি। জাতি হিসেবেও আমাদের উন্নত হতে হবে। উন্নত জাতি গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাংবাদিক আসাদুজ্জামান সম্রাটের সম্পাদনায় প্রকাশিত ‌‌‘আইনসভায় বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সব সময় চেয়েছিলেন উন্নত দেশের পাশাপাশি বাঙালি যেন উন্নত জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাও চান উন্নত দেশের পাশাপাশি যেন উন্নত জাতি গঠিত হয়। প্রধানমন্ত্রীর দেওয়া রূপকল্পগুলো উন্নত জাতি গঠনের আদলেই দেওয়া হয়েছে।

সংসদে দেওয়া জাতির পিতার বিভিন্ন বক্তব্যের সংকলন ‘আইনসভায় বঙ্গবন্ধু’র জন্য লেখক ও প্রকাশককে ধন্যবাদ জানান তিনি।

এর আগে নৌ প্রতিমন্ত্রী গণসংগীত শিল্পী ফকির আলমগীরের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই দুটি হল ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’ ও ‘আবহমান বাংলার লোকসংগীত’।

এর মোড়ক উন্মোচন করে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সারা জীবন লোকসংগীত চর্চা করা লোকসংগীত নিয়ে ফকির আলমগীরের এ বইটি একটি অমূল্য সম্পদ হিসেবে জাতির কাছে সমাদৃত হবে। যিনি সারা জীবন লোকসংগীত নিয়ে কাজ করেছেন, তিনিই এ বইটি লিখেছেন।

একই মঞ্চে প্রতিমন্ত্রী সাংবাদিক সাজেদা পারভীন সাজুর কবিতার বই ‘সময়’র মোড়ক উন্মোচন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আক্তার প্রমুখ।