ঠান্ডা ও কিডনিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ (৭৫)। বুধবার রাতে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে কবির মেয়ে মৃত্তিকা গুণ গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন তার বাবা।
গত তিন দিনে সেই রোগ গুরুতর আকার ধারণ করে। পরে গতকাল বুধবার রাতে কবির কিডনিজনিত সমস্যাও দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি।
কবি নির্মলেন্দু গুণের নিউমোনিয়া হতে পারে বলে বলে চিকিৎসকরা ধারণা করছেন, জানান মৃত্তিকা।
হাসপাতালের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেহের খুদা দীপ গণমাধ্যমকে জানান, কবিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার শরীরে জ্বর ছিলো এবং ভীষণ দুর্বলও ছিলেন। পরে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে তাকে সিসিউতে ভর্তি করা হয়। তবে এখন তিনি শঙ্কামুক্ত আছেন।
কবিকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই দর্শনার্থী ও শুভাকাঙ্খীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
কবি নির্মলেন্দু গুণ ১৯৮২ সালে বাংলা একাডেমি পদক, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন।