চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে বিগত ৩মাস ধরে সম্পুর্ন ভিন্ন কায়দায় ২০/২৫টি ঘর চোরি হয়েছে,
চোরি হওয়ার ঘরের সদস্যদের সাক্ষ মতে এক এক‌টি ঘর থেকে প্রচুর নগদ অর্থ এবং বহু ভরি স্বর্নালংকার এবং মালামাল লুটে নেয়।

অভিনব কায়দায় চুরির ঘটনা বর্ননা করতে গিয়ে এলাকা বাসি জানান :- গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন চুরেরা বারিতে প্রবেশ করে এবং দুঃক্ষ যনক হলেও সত্য চোর চুরি করে চলে যাওয়ার পরেই বাড়ির লোকজন যানতে পারে, এবং যে ঘরে লোকজন সেই রাতে থাকেনা সেই ঘরে সম্পুর্ন ঘরোয়া কায়দায় মালামাল নগদ টাকা লুটে নেয় এবং চলে যাওয়ার সময় সেই বাড়িতেই নিজেরা তৈরি করে খাওয়া দাওয়া করে যায়।
সর্বশেষ গত ৬মার্চ শুক্রবার দিবাগত রাতে অনুমানিক ৩টার সময় চরতী ইউনিয়নের মধ্যম দুরদুরী গ্রামে মৃত:এজহার মিয়ার বাড়িতে চোর ঢুকে ২ লক্ষ নগদ টাকা ১১ভরি স্বর্ন ৭টি কম্বল অনেক কাপড় এবং কিছু গুরুত্ব পুর্ন কাগজ পত্র ও নিয়ে যায়।
চুরি হওয়া ভুক্তভোগী মৃত এজাহার মিয়ার প্রথম ছেলে মহিউদ্দীন এ ব‍্যাপার নিশ্চিত করেন এবং তিনি আরো জানান তারা চার ভাই সকলেই সৌদি প্রবাসী, বাড়িতে তাদের বৃদ্ধ মা এবং ১জন গৃহ কর্মী থাকেন
কিন্তু বৃদ্ধ মায়ের চোখের চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে গেলে শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে

এই ব‍্যাপারে এলাকার প্রতিনিধি (মেম্বার) জাকির হুসেন বলেন এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় এই চাঞ্চল্যকর চুরি প্রতিরোধ এবং চোর উদ্ঘাটনের পরিকল্পনা চলছে।
রিপোর্ট :হুমায়ুন কবীর হীরু
চট্টগ্রাম মহানগর।