মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাঙামাটি জেলা কর্তৃক অবাধে ৪ জন মাদক চোরাকারবারী কে হাতে নাতে উপকরন সহ অাটক
সোমবার, মার্চ ২৩, ২০২০
রাজস্থলী রাঙামাটি প্রতিনিধি- জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক উপজেলার বাংগালহালীয়া কদুম ছড়া এলাকায় অাবদুল হামিদ সহকারী পরিচালক এর নেতৃত্বে বৃহস্পতি বার সকাল ১১/৩০ মিনিটে অভিযান পরিচালনা করেন,এ সময় প্রায় বাংলা মদ ১১২ লিটার ও ওয়াস ১৭০০ কেজি এবং ৪ জন পুরুষ ও মহিলা কে অাটক করা হয়,,অাটক কৃতরা হলেন,,,মাওয়াসিং মারমা,, উমাচিং মারমা,,, ওয়াংসাউ মারমা,,,মংচিংপ্রু মারমাকে অাটক করতে সক্ষম হয়,,,এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন উপ পরিচালক অাবদুল হামিদ বলেন,,রাজস্থলী উপজেলার বাঙালহালীয়ার কদুমছড়ায় গোপন সংবাদের ভিক্তিতে চোলাই মদ পাচার কারি ও এলাকার চারটি বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি,,চোলাই মদের মুল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানান,,তাদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য অাইনের২০১৮ সংশ্লিষ্ট ধারা মোতাবেক চার টি মামলার প্রস্তুতি চলছে বলে জানান,,,মাদক দ্রব্য উদ্ধারের সময় উপস্থিত ছিলেন,, জসিম উদ্দিন,, উপ পরির্দশক,, প্রভাত চন্দ্র মিস্ত্রী,,সহকারী উপ পরিদর্শক,,লিটন কুমার নন্দি, সহকারী উপ পরির্দশক,, ফকরুল অালম সিপাই,,, সালা উদ্দিন কাদের,,সিপাই,,, পুলিশের উপ পরির্দশক রাঙামাটি পুলিশ লাইন,মোঃ নজরুল ইসলাম,।