
ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট (কিউআর-৬৩৪) অবতরণ করেছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
এতে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের মোট ৯৬ জন বাংলাদেশি যাত্রী রয়েছেন। শাহজালালের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে আশকোনার হজক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এখানে তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিমানবন্দর সূত্র জানায়, ইউরোপের যাত্রীদের ঢাকায় আনার অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইটটি দোহা থেকে দেরিতে ছাড়ে এবং ২ ঘণ্টা ১৩ মিনিট দেরিতে শাহজালালে অবতরণ করে।
জানা গেছে, করোনাভাইরাসের ঝুঁকির কারণে প্রথমে ফ্লাইটটিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেননি বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। পরে ফ্লাইট-সংশ্লিষ্টরা নানাভাবে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি আদায় করে বাংলাদেশে বিমানটি নিয়ে অবতরণ করেন।
বেচিচক চেয়ারম্যান জানান, ‘আমি বেবিচক চেয়ারম্যান হিসেবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রথমে ফ্লাইটটি আসার অনুমতি দেইনি। কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করে পারমিশন নিয়েছে। মানবিক কারণ দেখিয়েছে, হয়তো সরকার সেজন্য পারমিশন দিয়েছে। যাত্রীরা সবাই বাংলাদেশি।