কুড়িগ্রাম প্রতিনিধি : ২৯-০৩-২০২০
কুড়িগ্রামে বিদেশ ফেরৎ ৫৬৯জনের তথ্য পাওয়া গেলেও হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা সম্ভব হয়েছে ৩২০জনকে। বাকী ২৪৯জন বিদেশ ফেরৎ কুড়িগ্রামে না জেলার বাইরে অবস্থান করছেন তার তথ্য এখনো স্বাস্থ্য বিভাগের কাছে নেই। আইন শৃংখলা বাহিনী ইউনিয়নগুলোতে চষে বেড়ালেও আত্মগোপনে থাকা এসব বিদেশ ফেরৎদের তথ্য পাওয়া যাচ্ছে না।
এদিকে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে কোন রোগীর নমুনা পরীক্ষা করতে হয়নি বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান। তিনি আরো জানান, স্বাস্থ্য বিভাগে ৬৫০টি পিপিই পাওয়া গেছে। এরমধ্যে ৫৯৫টি উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে।
রোববার কুড়িগ্রামে নিজ নিজ পরিবারে ২জনসহ মোট ৮৩জন বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে স্বাস্থ্যবিভাগের মনিটরিং টিম তদারকী করছেন। ২৩৭জন তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে ইতিমধ্যে ৯টি উপজেলায় ৩ হাজার ৪শ’ পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।