রাজস্থলী, রাংগামাটি প্রতিনিধি-
আজ ৪ ইং ২০২০ সরেজমিনে ঘুরে এসে দেখা যায়, পার্বত্যঞ্চলে পাহাড়ের প্রাকৃতিক সম্পদ বিভিন্ন জিনিষ বনজ গাছ বাঁশ সহ নানা কত যে নাম অজানা ধরনের নামী দামী পণ্য ও অন্যান্য প্রান্তে দূর দূরান্তর চলে যেতে দেখা যায়।
একদিকে প্রশাসন নিরব কেন???? প্রশাসন নাকে তৈল দিয়ে ঘুমিয়ে আছে।
এখানে কোন এক শক্তি ধর মহলরা জড়িত আছে তাদেরকে সাধারন জনগণরা ভয়ে মূখ খূলতে নারাজ। এদেরকে চিহৃিত করে আইনের সোর্পদ করুন। অদূর ভবিষ্যৎ পার্বত্য চট্রগ্রামের গ্রীন হাউজ এ্যাফেক্ট হয়ে ধবংস পরিনত হতে পারে। তাদের বিরুদ্ধের সকলে সোচ্চার হোন রুখে দাঁড়ান।
আমাদের প্রাকৃতিক দেশের, সম্পদ কে র ক্ষা করার জন্য সকলে কাছে প্রতিরোধে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।
