কুড়িগ্রাম প্রতিনিধি-০৯.০৩.২০২০
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: শামসুল আলম।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে উদ্বোধনী পর্বে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন বিদ্যালয়ের ছাত্ররা।
