রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলায় রাজস্থলীতে বেসরকারি এন জি ও,,সংস্থা অাশিকা ডেভেলপমেন্ট এ্যামোসিয়েটস এর উদ্যাগে উপজেলার তিনটি নিরহ জনগোষ্ঠী পাহাড়ী গ্রামে পার্বত্য অঞ্চলের বিদ্যমান ঝুম চাষ, শুকর পালন,মুরগী পালন, গরু ছাগল পালন কলাবাগান,,গ্রামীন বনাঞ্চলের উপর নির্ভরশীল জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন সৃষ্টির লক্ষে গ্রাম ভিত্তিক  মহিলা সমিতির সদস্যদের মধ্যে অফেরৎযোগ্য প্রত্যেকে এককালীন দুই হাজার পাঁচশত টাকা করে উপজেলার তিন টি গ্রামের মহিলা সমিতি,, যথাক্রমে,,মহাজন পাড়া,,তাইতং পাড়া,,,ও তুলাছড়ি পাড়ায় এ অর্থ বিতরন করা হয়,,,বিতরন করেন,, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,,,পুচিংমং মারমার সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন,,, রাজস্থলী উপজেলা অাশিকা কর্মকর্তা,,পারুল চৌধুরী,,ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি,,ময়তি মারমা,,ও সমাজ সেবক মংয়েচিং মারমা প্রমূখ,,, অর্থ বিতরেন প্রধান অতিথি বলেন,,বেসরকারি  এন জি ও সংস্থা পার্বত্য রাজস্থলীতে অসহায় দরিদ্র পরিবার জনসাধারনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে,,সরকারের পাশা পাশি উন্নয়নে ভুমিকা রাখছে তারা, তাই এ অর্থ সঠিক ভাবে ব্যবহার করে উন্নয়নের অগ্রনী ভূমিকা রাখার অাহবান জানিয়েছেন।
Attachments area