রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি
অান্তর্জাতিক নারী দিবস২০২০ উপলক্ষে রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের উদ্যােগে রবিবার(৮ মার্চ) সকাল ১০.৩০ টায় শোভাযাত্রা ওঅালোচনা সভা অনুষ্টিত হয়,,, এই বারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো,,,প্রজন্ম হউক সমতার,,,,সকল নারীর অধিকার,,
দিবস টি উপলক্ষে  উপজেলা পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান  শীর্ষক অালোচনা   সভা অনুষ্টিত হয়। অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,,,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,,,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা,,,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি অাজগর অালী খান,,,তথ্য অাপা অফিসার,, মিস লাভলী মারমা,,,কারিতাস প্রজেক্ট ম্যানজার সাধন বিকাশ চাকমা,,,সহ বিভিন্ন এন জি ও কর্মকর্তা কর্মচারী বক্তব্য রাখেন,,,,বক্ত্যাগন বলেন,,মাননীয় প্রধান মন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন নারীরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে চলছে,,,নারীরা এগিয়ে গেলে বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে অারো একধাপ এগিয়ে যাবে এ বাংলার নারীরা,,,১৯৫৭ সালে ৮ মার্চ  মজুরী বৈষম্য কর্মঘন্টা নির্ধারন এবং কর্মক্ষেত্রের বৈরী পরিবেশের প্রতিবাদ  করেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী।এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন পীড়ন চালায় মালিক পক্ষ। ১৯০৭ সালে  জার্মান সমাজতান্দ্রিক নেত্রী ও রাজনৈতিক বীদ ক্লারা জেটকিনের নেতৃত্বে  প্রথম নারী সম্মেলন করা হয়।  এরই ধারবাহিকতায়  ১৯৭৫ সাল থেকে  জাতিসংঘ দিন টি নারী দিবস হিসেবে পালন করে,,,,,অালোচনা সভার পূর্বে  উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শোভাযাত্রা টি হল রুমে এসে শেষ হয়।