আস্তে আস্তে বাংলাদেশেও করোনাভাইরাস মহামারি আকার ধারন করছে। প্রতিদিনই নতুন আক্রান্তের ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাই এ বছরের স্বাধীনতা দিবসের সকল ধরনের রাষ্ট্রিয় ও অরাষ্ট্রিয় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা ও বঙ্গভবনে দেয়া হবে না সংবর্ধনা।
শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর সিদ্ধান্তগুলো নেওয়া হয় বলে জানায় বঙ্গভবন সূত্র।
বঙ্গভবনে বৈঠকের পর রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তখন প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতি ও এই মহামারি মোকাবিলায় দেশের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি বিকেলে প্রায় একঘণ্টা ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারা দু’জনেই দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।