দূর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দূর্গাপুর উপজেলায় লকডাউন কার্যকর করতে দিনভর অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহাসীন মৃধা। লক ডাউন কার্যকর করতে চারটি টিমে কাজ করছে উপজেলা প্রশাসন।
মহাসীন মৃধা দিনভর বিভিন্ন ইউনিয়ন ঘুরে মানুষদের সচেতন করতে বিভিন্ন প্রকার লিফলেট বিতরন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান বিতরণসহ কোভিড-১৯ এর (করোনাভাইরাস) প্রতিরোধী বিভিন্ন প্রকার উপদেশ দিচ্ছেন উপজেলার মানুষকে। আইন ভঙ্গকারীদের দিচ্ছেন বিভিন্ন ধরনের শাস্তি। এছাড়া বেশ কিছু দোকানদারকে সতর্ক করে দিয়ে দোকান বন্ধ করে দিয়েছেন।
অযথা ঘুরাঘুরি করা অবস্থায় যুবকদের পেলে কান ধরে উঠবস করাছাড়াও দিচ্ছেন বিভিন্ন ধরনের উপদেশ। মানুষদের ঘরে অবস্থান করতে, করছেন নানা রকম অনুরোধ। এই অভিযানের সঙ্গে বিভিন্ন সময় থাকছেন দূর্গাপুর উপজেলার সাংবাদিক বৃন্দ।
অভিযানে লক্ষ করা যায় মানুষের মাঝে ব্যাপক অসচেতনা রয়েছে। বিভিন্ন বাহানায় ঘরের বাইরে থাকতেই স্বাচ্ছন্দ বোধ করছে দূর্গাপুরের বিভিন্ন এলাকার মানুষ। এমতাবস্থায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে জানান ইউএনও মহাসীন মৃধা ।
এই অভিযানে দূর্গাপুরের ইউএনও পাচ্ছেন সুশীল সমাজের ভূয়সী প্রশংসা করেন।
