
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ জনে পৌঁছেছে।
আজ ১ এপ্রিল, বুধবার মহাখালীতে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) অনলাইন ভিডিও কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় মন্ত্রী জানান, দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের নিয়ে দেশ মোট আক্রান্তের ৫৪ জনের শরীরে এ ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী বলেন, ‘আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
সংবাদ সম্মেলনে আইইডিসিআর থেকে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আর ১ জনকে আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত বছরের ৩১ মার্চ চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত গোটা বিশ্বে ৪২ হাজার ১৫১ জন মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন।
আর বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন।