কুড়িগ্রাম প্রতিনিধি : ১২-০৪-২০২০
ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত আলত ুখান জুট মিলের ৭টি বাস ও ২০৯জন যাত্রীকে আটক করেছে কুড়িগ্রাম থানার পুলিশ। রোববার বিকেল সোয়া ৩টায় তাদেরকে শহরের খলিলগঞ্জ এলাকায় আটক করা হয়। আটককৃত ২০৯জন যাত্রীর মধ্যে ২জন উলিপুরের এবং ২০৭জন নাগেশ^রী উপজেলার বাসিন্দা।
কুড়িগ্রাম সদর থানার এসআই সজীব জানান, ৭টি বাস ও যাত্রীদের স্কট করে নাগেশ^রী থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে নাম-ঠিকানা নেয়ার পর আটককৃতদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। এরা সবাই জুট মিলের শ্রমিক ও তাদের পরিবারের লোকজন।
বাসের যাত্রী মালেক ও জব্বার জানান, আমরা আলতু খান জুট মিলে কাজ করি। গত ২৪ মার্চ থেকে মিল বন্ধ। মালিক আমাদেরকে ১৪দিন ঘরে রাখার পর তাদের নিজস্ব বাসে কুড়িগ্রামে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে।