
রাতেই বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর হচ্ছে বলে জানা গেছে। শনিবার (১১ এপ্রিল) রাতেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর হচ্ছে। তবে এখনও সময় জানা যায়নি।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর খুনির ফাঁসির মধ্য দিয়ে নতুন এই মঞ্চে প্রথমবারের মতো ফাঁসির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আগে, এখানে অন্য কোনও আসামির ফাঁসি কার্যকর হয়নি।
ইতোমধ্যে ধোয়ামোছা করে প্রস্তুত রাখা হয়েছে ফাঁসির মঞ্চ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই ফাঁসি হবে মাজেদের। এর মধ্যে, প্রাথমিকভাবে জল্লাদও নির্ধারণ করা হয়ে গেছে বলে কারা সূত্রের মাধ্যমে জানা গেছে।
এর আগে, মাজেদের আত্মীয়-স্বজন তার সঙ্গে শেষ দেখা করে গেছেন। রাষ্ট্রপতির কাছে করা প্রাণভিক্ষার আবেদনও খারিজ হয়ে গেছে। সুতরাং এখন ফাঁসি দিতে আরও কোনও বাধা রইল না। যে কোনও সময় সময় নির্ধারণ করে ফাঁসির আদেশ হতে পারে।