কুড়িগ্রাম  : 
করোনা সামগ্রীর কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল হাট-বাজারের নৈশপ্রহরীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রোববার (৫এপ্রিল) দুপুরে থানা ভবনের সামনে অর্ধশতাধিকেরও বেশি নৈশপ্রহরী মাঝে এসব বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, আধা কেজি সরিষার তেল, ডাল, লবণ ও সাবান। 
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন, সহকারি পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. লুৎফর রহমান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল প্রমুখ।
পরে নাগেশ্বরী শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ। হ্যান্ড মাইকে সচেতন থাকতে সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, বাড়ির বাইরে বের না হওয়া এবং সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান তারা।