রাজস্থলী রাংগামটি প্রতিনিধি- 
রাঙামাটি জেলায় রাজস্থলী উপজেলাতে রাজস্থলী বাজারের মুদি এক দোকানদার দুলাল মল্লিক কে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন,। তিনি গত কয়েক দিন অাগে তার দেশের বাড়ী চট্রগ্রাম  জেলার সাতকানিয়া নিজ বাড়ীতে অবস্থান করেন।পরবর্তীতে সে রাজস্থলীতে ফিরে অাসলে পুলিশ সংবাদ পাওয়ার পর সাথে সাথে তার দোকানে আইন শৃংখলা বাহিনীরা গিয়েছি তাকে হোম কোয়ারেন্টাইনে  থাকার নির্দেশ দেন,১৪ দিন পর সে দোকান খুলে ব্যবসা করতে পারবে বলে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান সাংবাদিককে জানান।