করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যোন তিনি। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
মারা যাওয়া দুদক পরিচালকের নাম জালাল সাইফুর রহমান। তিনি প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
জানা যায়, গত কয়েকদিন আগে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
দুদকের এক কর্মকর্তা সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তার অবস্থা খুব একটা ভালো ছিলো না। কিন্তু রোববার তার কিছুটা উন্নতি হয়। এর আগে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়েছিলো।
করোনায় মারা যাওয়া দুদক পরিচালক জালাল সাইফুর আগে শিক্ষা ক্যাডারের ১৭তম ব্যাচে কাজ করতেন। প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিবও ছিলেন।