নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এক হোটেল কর্মচারীর (৩২) করোনা শনাক্ত হয়েছে। তিনি সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের খালিশাপাডা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ২০টি বাড়ী লকডাউন করা হয়েছে। এ নিয়ে নীলফামারীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২জন। পুড়ো জেলা জুড়েই বৈছে করোনাতঙ্ক।
নীলফামারী সিভিল সার্জন রঞ্জিত কুমার রায় জানিয়েছেন, নারায়ণগঞ্জে একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করেন ওই যুবক। গত ৬ এপ্রিল (সোমবার) জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ীতে আসেন তিনি। ৭ এপ্রিল (মঙ্গলবার) তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার ব্যবস্থা করে নীলফামারী স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পরীক্ষার ফলাফলে জানা যায় সে করোনা পজিটিভ হওয়ায় ওই হোটেল কর্মচারীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আইসলোশনে রাখা হয়েছে এবং ওই এলাকার আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ ঘটনায় জেলা জুড়েই বৈছে করোনাতঙ্ক।