দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৪১
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জন আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। একদিনে কভিড-১৯ এ দেশে আক্রান্ত ও মৃতে এটা সর্বোচ্চ সংখ্যা।

বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত দেশে পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। আর আক্রান্তের সংখ্যা ১,৫৭২ জন।