খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর আর নেই ...চলে গেলেন দশকজয়ী অভিনেতা ঋষি কাপুর ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর একদিনের মাথায় চলে গেছে দেশটির কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর (৬৭)। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার মুম্বাইয়ের এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে মৃত্যু বরণ করেন দশক কাঁপানো এই অভিনেতা। ঋষি কাপুরের বড় ভাই রণধীর কাপুর এই তথ্য নিশ্চিত করেন।এর আগে ২৯ এপ্রিল, বুধবার সকালে শ্বাসকষ্ট বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয় ঋষিকে। যদিও পারিবারিক সূত্রে  জানানো হয়েছিল, সেই সময় ঋষির অবস্থা স্থিতিশীল। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। টানা এক বছর নিউ ইয়র্কে চিকিৎসা চলার পর ২০১৯’এ সুস্থ হয়ে মুম্বাইয়ে ফেরেন। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।দশকজয়ী এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে বলিউডসহ পুরো দেশ। দেশটির কংগ্রেসের নেতা ও সাংসদ রাহুল গান্ধী তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন।রাহুল গান্ধী এক টুইট বার্তা লিখেছেন, ‘ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করাল হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তার প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।’