কুড়িগ্রাম প্রতিনিধি 
মহামারী ক‌রোনাভাইরাস প‌রি‌স্থি‌তি‌তি মোকা‌বিলায় কর্মহীন হ‌য়ে পড়া দুস্থ‌্য অসহায় শ্রমিক‌দের মা‌ঝে ত্রাণ সহায়তা প্রদান কর‌লেন কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পি`র সভপা‌তি ভাসভীর উল ইসলাম। শুক্রবার সকা‌লে ‌জেলা বিএন‌পির উ‌দ্যো‌গে তার উ‌লিপুরস্থ বাসভব‌নে উপ‌জেলার বি‌ভিন্ন শ্রমিক সংগঠ‌নের প্রায় ৩ হাজার শ্রমিক‌দের মা‌ঝে চাল, ডাল, তেল, লবণ ও সাবান‌ বিতরণ করা হয়।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা বিএন‌পি`র সহ সভাপ‌তি ও উলিপুর পৌর মেয়র তা‌রিক আবু আলা, উপজেলা বিএন‌পির সভাপ‌তি হায়দার আলী, সাংগঠ‌নিক সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, উপ‌জেলা যুবদল সভাপ‌তি এরশাদুল হা‌বিব নয়ন, সা‌বেক ছাত্র নেতা সাইদুর রহমান প্রমূখ।