নীলফামারী: ‘শেখ হাচিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই ¯েœাগানকে সামনে রেখে করোনা ক্রান্তিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ৬শ জন কার্ডধারীর মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় জেলা সদরের সোনারায় ফকিরগঞ্জ পকেন্টে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হয়েছে। এছাড়াও এসব অসহায় মানুষকে বিনামুল্যে সাবান ও মাস্ক বিতরণ করেছেন সোনারায় ফকিরগঞ্জ বাজারের খাদ্য বান্ধব ডিলার মনিরুজ্জামান মানিক।    

বুধবার সকালে ওই এলাকার ৬শ জন কার্ডধারীর মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা সময়। এসময় ডিলার মনিরুজ্জামান মানিক এর পক্ষ থেকে বিনামুল্যে সাবান, মাস্কসহ ৫০জন গরীব অসহায় কার্ডধারীর মাঝে বিনামুল্যে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ করেন তিনি।

খাদ্য বান্ধব কর্মসূচীর সোনারায় ফকিরগঞ্জ পয়েন্টের ডিলার মনিরুজ্জামান মানিক জানান, “অত্র এলাকার প্রায় অধিকাংশ মানুষই গরীব শ্রমজীবী। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঘরে বসে কর্মহীন হয়ে পড়া ৬শ জন কার্ডধারীর মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের নির্ধারিত মুল্য ১০ টাকা দরে ৩০ কেজি চাল গ্রহণ করেছেন কার্ডধারীরা। এদের মধ্যে নিত্যান্তই গরীব এবং চাল ক্রয়ের সামর্থহীন এমন ৫০জন কার্ডধারীকে আমার পক্ষ থেকে বিনামুল্যে ৩০ কেজি করে চাল প্রদান করা করেছি। এছাড়্ওা এ পয়েন্ট থেকে সকল কার্ডধারীকে বিনামুল্যে ২টি করে কাপর কাঁচা সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়েছে”।