দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ অথবা জেলা পুলিশের সমষ্টিগত উদ্যোগে দেশের বিভিন্ন অ লে ত্রাণ পৌছে দিচ্ছেন বাংলাদেশ পুলিশ। আর তারাই ধারাবাহিকতায় রাজশাহী জেলার দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনার নেতৃত্বে
করোনা ভাইরাস নিয়ে সকল সময় তৎপর এবং কঠিন ভুমিকা রাখছেন দূর্গাপুর থানা পুলিশ। ওসি খুরশিদা বানু কনা রাত দিন সাধারণ মানুষকে সকল সময় সচেতন কারার কাজ করে যাচ্ছে এবং তিনি গরিব অসহায় ও মধ্যবিত্ত পরিবারে সহযোগীতা করে যাচ্ছে। গরিব মধ্যবিত্ত পরিবারের মাঝে রাতের আধারে নিজ হাতে পৌঁছে দিচ্ছেন ত্রাণ।
এ বিষয়ে ২নং কিশমত গনকৈড় ইউনিয়নের বাসিন্দারা জানান, আমাদের দূর্গাপুর থানার
ওসি মহাদ্বয় গোপনে আমাদের তালিকা তৈরি করেছেন এবং রাতের অন্ধকারে আমাদের বাসায় গোপনে ত্রাণ পোঁছে দিয়েছেন। তারা আরো জানান, বর্তমান লকডাউন পরিস্থিতেতে আমাদের কাজ কাম বন্ধ হওয়ার জন্যে বর্তমানে আমরা প্রায় না খেয়ে থাকেছি, ঠিক তখনি দূর্গাপুর থানার ওসি মহদ্বয় আমাদেরকে ত্রাণ দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
এ বিষয়ে দূর্গাপুর থানার ওসি খুরশিদা বানু কণা জানান, আমি বিভিন্ন এলাকার গরিব অসহায় ও মধ্যবিত্ত পরিবারের তালিকা তৈরি করা সহ গ্রাম পুলিশেরদের কাছে থেকে কিছু তালিকা চেয়েছিলাম। এসব তালিকা ভুক্ত মানুষে দ্বারে দ্বারে গিয়ে আমারা ত্রাণ পোঁছে দিচ্ছি।