রাজস্থলী, রাংগামটি প্রতিনিধি,
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী বাজার,,রাজস্থলী বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে নায্যমুল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্য সামগ্রী বিক্রি করা হয়।বুধবার (১৫ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময়) রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,, সেনাবাহিনী অফিসার লেফটেন্টেট মাহাদী হাসান,,থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান পরিদর্শন করেন,,,
দেশে নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সকলে কর্মহীন হয়ে পরে,,তাদের দুরঅবস্থা বিবেচনা করে,, রাজস্থলী উপজেলার এক নং ঘিলাছড়ি ইউনিয়নের মহব্বত পাড়া নির্বাসী মরহুম অালহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর ( ডিলারের) একমাত্র পুত্র কাতার প্রবাসী অাবদু শাকুর চৌধুরীর বিশেষ উদ্যােগ নিয়ে ন্যায্যেমুল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি যেমন,,চাল, ডাল,,লবন,,পিয়াজ,,রসুন,, অালু, ও চিনি বিক্রি করার উদ্যােগ নিয়েছেন,। তারই ধারবাহিকতায় তিনি ইতিপূর্বে হত দরিদ্র অসহায় কর্মহীন মানুষের দুঃখ মুছনের লক্ষে ত্রান সামগ্রী সহায়তা করে অাসছেন।
এ ন্যায্য মুল্যে মালামাল পেয়ে কর্মহীন সুমন বলেন,,,বাজারে প্রয়োজনীয় দ্রব্য লাগামহীন উর্দ্দগতি হওয়াতে অামরা প্রয়োজনীয় জিনিষ কিনতে অামাদের হিমশিম খেতে হচ্ছে,,,ফলে এ ন্যায্যমূল্যে মালামাল ক্রয় করতে পেরে অামাদের অভাব দুর করেছেন,, কাতার প্রবাসী অাবদু শাকুর চৌধুরী,,,অামরা উপজেলা প্রশাসন ও অাবদু শাকুর চৌধুরী কে প্রান ভরে দোয়া করি,,প্রসঙ্গত,,সারা দেশে কোভিট- ১৯ ভাইরাস প্রকোভ দেখায় জনসাধারন অসহায় ও কর্মহীন হয়ে পরে। উপজেলা নির্বাহী অফিসার বলেন,,শাকুর চৌধরী একটি মহৎ উদ্যােগ নিয়েছেন,,অাপনার অাপনাদের সাধ্যমতে নিত্য প্রয়োজনীয় জিনিষ সামাজিক দুরত্ব বজায় রেখে কিনবেন,,অার বাড়ীতে থাকবেন অপ্রয়োজনে বাজারে ঘুরাফেরা করবেন না,,মালা মাল নিয়ে যারযার অবস্থানে ফিরে যাবেন,,সব সময় সাবান দিয়ে হাত মুখ দৌত করবেন, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন,, এ সময় অন্যানের মধ্যে উপস্থিত,,মোঃ,,ইলিয়াজ সওদাগর,,অাজিজুলহক চৌধুরী,, তসলিম উদ্দিন(,টিটু) ফজলকাদের,,মিজানুর রহমান,,যোবায়ের হোসেন,,,মোঃ,,হোসেন,,ইফাতুল ইসলাম,, ইমন প্রেস ক্লাব সভাপতি মো: আসগর খান সহ সাংবাদিক ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা প্রমুখ ।