
ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে, বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ ও প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) সকাল ৯টা ১০মিনিটে মুর্তজা বশীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদ।
এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মুর্তজা বশীরের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এমআইসিইউ) ভর্তি করা হয়েছিল মুর্তজা বশীরকে।
মুর্তজা বশীর জন্মেছেন ১৯৩২ সালের ১৭ আগস্ট, ঢাকায়। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার পান তিনি।