তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তরুণরাই যেকোন উন্নয়নের মূল চালিকাশক্তি। তাই তাদের ইতিবাচক বিষয়ে উদ্বুদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ।’
তিনি বলেন, বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে তারা (তরুণ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।বাংলাদেশে তরুণ মেধাবীদের বিকাশে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড’র ‘সিডস ফর দ্য ফিউচার-২০২০’ প্রোগ্রাম-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী সোমবার এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সূচনা করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়া