আমেরিকার জনপ্রিয় রক ব্যান্ড ‘রেড হট চিলি পেপার্স’ এর গিটারিস্ট জ্যাক শেরম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

২২ আগস্ট, শনিবার জ্যাক শেরম্যানের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ব্যান্ডের পক্ষ থেকে। কী কারণে তার মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে কিছু জানানো হয়নি।

‘রেড হট চিলি পেপার্স’ এর অফিশিয়াল টুইটারে লেখা হয়েছে, ‘তিনি একেবারেই আলাদা মানুষ ছিলেন। সব ভালো এবং মন্দ সময়ের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। শান্তিতে থাকুন।’