
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে স্তম্ভিত পুরো বিশ্ব। এ ঘটনায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ। এই ধ্বংসযজ্ঞে বহু ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়েছে গেছে। এতে করে নিঃস্ব হয়ে রাস্তায় নেমেছে প্রায় তিন লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট।
করোনা মহামারীর মধ্যে এমন মহাসঙ্কটে দিশেহারা বৈরুতের স্থানীয়রা। ৪ আগস্ট, মঙ্গলবার এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেই দিনই এক বিয়ে অনুষ্ঠন চলছিল। কিন্তু এই বিস্ফোরণ নতুন দম্পতির জীবন যেন বদলে দিয়েছে। প্রাণে বেঁচে গেলেও উড়ে গেছে তাদের সাজানো-গোছানো নতুন সংসার।
ওই নববধূ বলেন, চোখের সামনে সারা শহরটা এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেলো। যে বাড়িটা বিয়ের পর থাকবো বলে সাজানো হয়েছিলো, সেটাও ধসে গেছে। বেঁচে আছি, এখন এটাই অনেক।
বৈরুতে বর্তমানে এমন বাস্তুচ্যুতর সংখ্যা প্রায় তিন লাখ। মাথার ওপর ছাদ নেই, নেই খাবার।