
ফোনালাপে ওসি প্রদীপ কুমার বলেন, স্যার আমি টেকনাফ থানার ওসি বলছি, স্যার একটা মহাবিপদে পড়েছি আপনার একটু সাহায্য লাগবে। স্যার আমরা ১৫৩, ১৮৬ ও ৩০৭ এর নামে একটা মামলা নিয়েছি।
ওই আইনজীবী বলেন, সরকারি কর্মচারী অ্যাসল্টের, আর..
ওসি বলেন, ১৮৬ পুলিশের কাজে বাধা প্রদানকারী। উনি অবসরপ্রাপ্ত আর্মি। তাহলে এত ভয়ের কি আছে...
এসময় কীভাবে আইনিপথে এগুতে হবে তা জানিয়ে আইনজীবী বলেন, তোমরা একটা কাজ করো। ৩০৪-এ একটা মামলা নিয়ে নেও।
প্রদীপ আরো বলেন, স্যার এই মামলায় আমরা কী লেখবো; যেহেতু আসামি মারা গেছে। মৃত্যুর জন্য এই মামলা নেয়া হলো। গুলিতো পুলিশ করেছে।