বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা এবার নিজেই জানালেন লিওনেল মেসি। বার্সেলোনার এমন দুঃসময়ে কেন হাল ছেড়ে দিচ্ছেন মেসি? এমন প্রশ্ন অনেকে মনে।

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার ক্লাবকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়ার পরও তার সমর্থকরা এখনো বিশ্বাস করতে চাইছেন না যে তাদের প্রিয় এমএল টেন এভাবে অভিমানী হয়ে বিদায় নেবেন। মেসির চাওয়া-পাওয়ার ন্যায্যতা বিবেচনা করে যেকোনো মূল্যে তাকে বেঁধে রাখবে বার্সেলোনা- এমন আশায় তারা এখনো বুক বেঁধে আছেন। 

ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়ার বিষয়ে মেসি বার্সেলোনাকে কাগজপত্র জমা দিয়েছেন। ২০২১ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়নের সময় কাতালান ক্লাবটির সঙ্গে লিওর চুক্তিতে উল্লেখ ছিল, মেয়াদ শেষের আগে মেসি ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়তে পারবেন। চুক্তির সেই ধারাকে পুঁজি করেই আর্জেন্টাইন সুপারস্টার দল বদল করতে চাইছেন।