অটো রিক্সা ও হালকাযান শ্রমিকদের সমস্যা নিরসনে বাংলাদেশ অটোরিক্সা হালকাযান


বাংলাদেশ অটো রিক্সা ও হালকাযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অদ্য ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব এস. রহমান হলে অনুষ্ঠিত হয়। বি.আর.টি.এ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ দপ্তর (ট্রাফিক পুলিশ) সহ পরিবহণ সংশ্লিষ্ঠ বিভিন্ন সংস্থার ঘুষ, দুর্নীতি, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা, সড়ক পরিবহণ আইন ২০১৮ দুর্ঘটনার জন্য চালকদের এককভাবে দায়ী করে কঠিন সাজা ও জরিমানার বিধান ইত্যাদি অবসান ও বাতিলের দাবীতে আহুত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি সিদ্দিকুল ইসলাম।উপস্থিত সাংবাদিক ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অটো রিক্সা ও হালকা যান পরিবহণ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন। 

উপস্থিত সাংবাদি দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ অটো রিক্সা ও হালকা যান পরিবহণ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সড়ক পরিবহন খাতে বিরাজমান অন্যায় অবিচার, দুর্নীতির অবসান না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনছুর আহম্মেদ, সহ-সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সোলায়মান, মোঃ মালেক, সহ-সম্পাদক মোঃ মনির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আবু, দপ্তর সম্পাদক এম এন ইসলাম রানা, অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর হোসেন নুরু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ করিম, কার্যকরী সদস্য দিলীপ বাবু, মোঃ ইসমাইল, মোঃ হোসেন, মোঃ মাসুদ, মোঃ মিজান, মোঃ সাত্তার, মোঃ শুক্কুর, মোঃ আব্দুস সালাম, মোঃ রাসেল, মোঃ শাহীন, নুর মোহাম্মদ শাওন, মোঃ সাগর সহ অন্যান্য নেতৃবন্দ।