
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার নিজ ঘরে এ ঘটনা ঘটে।
আহত নির্বাহী কর্মকতার নাম ওয়াহিদা খানম আর তার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা ওমর আলী।
জানা যায়, নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। ওয়াহিদা খানমের স্বামী রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম গণমাধ্যমকে জানান, আনুমানিক রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে এক যুবক প্রবেশ করে। প্রথমে ওই যুবক তার বাবাকে আহত করে পাশের ঘরে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতাড়িভাবে তাকেও হাতুড়ি পেটা করে পালিয়ে যায়।