মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ হতে।


বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ খান জানান, সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সাদেক বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। তার হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।