মুম্বই, ২৯ সেপ্টেম্বর, ২০২০: বম্বে হাইকোর্টে আজও জামিন হল না রিয়া আর তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর। জাস্টিট এস পি কোটওয়াল বেঞ্চে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দীর্ঘ সাত ঘণ্টা ধরে সওয়াল জবাব চলে। তবে এই পর্বে দুজনের জামিনের তীব্র বিরোধিতা করে এনসিবি জানিয়েছে—রিয়া আর সৌভিক ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য। অনেক উঁচুতলার কারবারীদের সঙ্গে ওঁদের যোগাযোগের অকাট্য প্রমাণ রয়েছে হাতে। তদন্তের স্বার্থে এই সময় দুজনের জামিন একেবারেই উচিত কাজ হবে না।

রিয়া ও শৌভিক চক্রবর্তী ছাড়াও এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডের অপর তিন অভিযুক্ত স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত এবং আবদুল বাসিত পরিহারের জামিনের শুনানি হয় বম্বে হাইকোর্টে।

সওয়াল জবাব পর্ব শেষে এদিন বিচারপতি নিজের রায় সংরক্ষিত রাখেন। বিচারপতি জানান—“আমি দ্রুত এই শুনানির রায় দানের চেষ্টা করব। তবে আপনারা যেমনটা জানেন এই মামলা অনেক গভীর এবং অনেক বিষয় আলোচনা করার দরকার রয়েছে।”