
সৌদি আরবের মক্কার মায়সান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার মাউন্ট আরমেদ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমকর্মীরা বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা যায়, পাহাড়ে দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। উঁচু-নিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রেণে বেগ পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মক্কার আল মুকাররমা প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর বুধবার ভোরে জাবাল আমাদে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তখনই আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা।
টুইট বার্তায় মক্কার কর্তৃপক্ষ জানায়, মায়সানের জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়।
#مدني_ميسان
— إمارة منطقة مكة (@makkahregion) September 16, 2020
يباشر حريق اندلع بمجموعة أشجار
في جبل " عمد " بمركز ثقيف
.. لازالت الفرق تعمل على إطفاء الحريق#حريق_جبل_عمد pic.twitter.com/je9PMJVq3M