প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। করোনা পজিটিভ রিপোর্ট যাওয়ার পর গতকাল ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে তাকে কলকাতার কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই সোহমের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। পরে সন্দেহবশত করোনার পরীক্ষার জন্য তার নমুনা দেয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর, সোমবার সে রিপোর্ট পজিটিভ আসে। পরে গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে হাসপাতাল সূত্র জানায়, সোহমের অবস্থা আশঙ্কাজনক না হলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।