বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে জলঘোলা কম হয়নি। শর্ত মানা কিংবা না মানা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) মধ্যে দরকষাকষি চরম পর্যায়ে। ক’দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলে কোয়ারেন্টাইনের সময় কমাতে না পারলে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়। এসএলসির সিদ্ধান্তের অপেক্ষায় ২৭ সেপ্টেম্বর বিমানে চড়ছে না বাংলাদেশ ক্রিকেট দল, আভাস পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু এবার গোটা সফরটাই বাতিল হওয়ার অপেক্ষায়! এসএলসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা কোভিড-১৯ টাস্কফোর্সের দেওয়া শর্ত মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগার ক্রিকেটারদের, অন্যথায় বাতিল করা হবে সিরিজটি।

মোহন ডি-সিলভা বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কথা চলছে। তারা কিছু বিষয়ে ছাড় চেয়েছে। কিন্তু, মনে রাখতে হবে করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে দারুণ সফল হয়েছে শ্রীলঙ্কা। আমাদের স্বাস্থ্যবিভাগ সেখান থেকে কোন নড়চড় হতে দেবে না। সুতরাং বাংলাদেশকে আমাদের বাস্তবতা মেনে নিয়েই সিরিজে আসতে হবে।

মোহন ডি-সিলভার চেয়ে এককাঠি সরেস বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি-সিলভা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রয়োজনে সিরিজ বছরখানেক পিছিয়ে যেতে পারে, তবে স্বাস্থ্যবিধিতে কোন ছাড় নয়!