ব্যুরো প্রধানকিশোরগঞ্জ 
কিশোরগঞ্জ জেলা পরশাসনের নির্বাহি মেজেস্ট্রেট নাম দিয়েছে প্রাইভেট অভিযান।  এই অভিযানটি পরিচালনা হয় কিশোরগঞ্জ পৌর এলাকার বটতলায়। এই অভিযান পরিচালনা করেন নাম প্রকাশে অনিচ্ছুক চার জন নির্বাহি মেজিস্ট্রেট। 
দ্বায়িতে থাকা একজন বলেন এ অভিজানের কোন প্রকার তথ্য বা ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে নাহ। এমন রহস্যময় অভিজান বাংলাদেশে এর পূর্বে হয়েছে কিনা এমন প্রশ্নের সঠিক উত্তর জানা নেই সংবাদ কর্মীদের? নির্ভরযোগ্য সূত্রের দাবি আটকৃত অধিকাংশ গাড়ি বিশেষ সুপারিশে ছাড় পেয়ে যায়। যার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব। 
স্থানীয় অটো চালকদের অভিযোগ  কিশোরগঞ্জের এডি এম বিভিন্ন সময় এ রকম অভিজান নির্বাহী মেজিস্ট্রেট দিয়ে পরিচালনা  করে ১ হাজার থেকে  ৫ হাজার টাকা আদায় করার অভুযোগ অহরহ। স্থানীয় অটো চালক মালিক সমিতীর অভিযোগ এ এডি এম দৈনিক ১৮-২৫ হাজার টাকা অটো নিয়ন্ত্রণের নামে হরিলোট করছে।