![]() |
মাদক ইস্যুতে এবার বলিউডের অভিনেত্রী দীপিকার নাম |
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মধ্য দিয়ে বলিউডে মাদকের ছড়াছড়ি নিয়ে বেরিয়ে আসছে নানা তথ্য। এই ঘটনায় সারা আলী খান ও রাকুল প্রীত সিংয়ের নাম শোনা গিয়েছিল। সোমবার (২১ সেপ্টেম্বর) মাদক কাণ্ডে যোগ হয়েছে দীপিকার নাম।
অভিযোগ উঠেছে, ২০১৭ সালে এই অভিনেত্রী তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে মাদক নিয়ে হোয়াটস অ্যাপে আলোচনা করেছেন দীপিকা। সম্প্রতি এই আলাপচারিতা ইন্টারনেটে ফাঁস হয়েছে।
ইতোমধ্যে কারিশমা প্রকাশকে তলব করেছে এনসিবি। খুব শিগগির দীপিকাকেও ডাকা হবে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেয়েছে।