
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী শিনজো অ্যাবের যোগ্য উত্তরসূরী ইউশিহিদে সুগাকে বেছে নিল ক্ষমতাসীন সরকার দল ডেমোক্র্যাট পার্টি-এলডিপি। করোনাভাইরাসে হিমশিম খাওয়া জাপানের হাল যে তিনিই ধরতে যাচ্ছেন তা অনেকটা স্পষ্ট।
৭১ বছর বয়সী মি. সুগা বর্তমানে জাপানের মন্ত্রিসভার প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
সংসদ সদস্য ও আঞ্চলিক প্রতিনিধিদের কাছ থেকে ৫৪৪টি ভোটের মধ্যে ৩৭৭টি ভোট পেয়ে রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি- এলডিপির সভাপতি পদে বড় ব্যবধানে বিজয়ী হন সুগা।
বুধবার পার্লামেন্টে আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেয়া হবে। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি সুগা এলডিপির নেতৃত্বও দিবেন।