
শেষমেশ আমেরিকা জানিয়ে দিল, আগামী রবিবার থেকে তারা অ্যাপ স্টোরগুলি থেকে উইচ্যাট (WeChat) এবং টিকটকের (TikTok) মতো চিনা অ্যাপের ডাউনলোড নিষিদ্ধ করতে চলেছে।
ওয়াকিবহাল মহলের মতে, এ ভাবে এগোতে থাকলে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন শেষপর্যন্ত বাইটড্যান্সের বিতর্কিত অ্যাপ্লিকেশন টিকটককে গুগল প্লে স্টোর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিতে পারে। ঠিক একই ধরনের পদক্ষেপের মুখোমুখি হতে চলেছে আরও একটি অ্যাপ উইচ্যাট।
শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকার বাণিজ্য বিভাগ স্থির করেছে আগামী ২০ সেপ্টেম্বর থেকে চিনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের মতো অ্যাপ দু’টির ডাউনলোড নিষিদ্ধ করা হবে।
জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস আমেরিকার বাণিজ্য বিভাগের সচিব উইলবার রসের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, “আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ব্যাপারে চিনের দূরভিসন্ধি আটকানোর লড়াই চলছে”।