
৪৫ থেকে ৫০ টাকার পেঁয়াজ এক লাফে বেড়ে দাড়ায় ৮০ থেকে ৯০ টাকায়। পরদিন দফায় দফায় বেড়ে তা ১১০ টাকা ছাড়িয়ে যায়। পেঁয়াজ বাজারের হঠাৎ এমন অস্থিরতায় বিপাকে পড়ে যায় ভোক্তারা।
ব্যবসায়ীদের এমন কারসাজি ঠেকাতে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সকালে রাজধানীর কারওরান বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।