অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও পাবনা- ৪ আসনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করে। ৪ স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য থেকে নিরাপদে ভোট দিচ্ছেন ভোটাররা।  

নির্বাচনের সকল উপকরণ শুক্রবার বিকেলে ভোট কেন্দ্রে পাঠানো হলেও ব্যালট পেপার আজ সকালে পাঠানো হয়েছে। এ কারণে ভোট গ্রহণ শুরুটা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে শেষে এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

ভোট গ্রহণ শুরুর পর প্রথমদিকে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। তবে বেলা
বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের।

পাবনার পুলিশ সুপার, শেখ রফিকুল ইসলাম বলেন, ১২৯টি ভোটকেন্দ্রে এক হাজার ১০০ পুলিশ সদস্য, এক হাজার ৫৪৮ আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও চার স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে সেটি কঠোরভাবে দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সচেষ্ট রয়েছে।