বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এছাড়াও এ ঘটনায় আহত আহত ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।


শনিবার (৫ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮),  জুয়েল (৭), জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবির (৭০), কুদ্দুস বেপারী (৭০),  ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), রাশেদ (৩০), জয়নাল (৫০) ও মাইনউদ্দিন (১২)।