টিকটকের মতো ভিডিও ফিচার আনলো ইউটিউব। তাদের ফিচারটির নাম শর্টস। প্রতিটি শর্টস ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেকেন্ড।
ব্যাকগ্রাউন্ড টিউন হিসেবে এতে ইউটিউবের লাইসেন্স প্রাপ্ত মিউজিক যুক্ত করা যাবে। ভিডিওর সময় দেখা যাবে টাইমার ও কাউন্টডাউন। চাইলে নিয়ন্ত্রণ করা যাবে রেকর্ডিং স্পিড। কয়েকটি ফুটেজ যুক্ত করে একটি ভিডিও বানানোরও সুযোগ থাকবে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মটিতে মাসে ২০০ কোটি ব্যবহারকারী প্রবেশ করে। তাই নতুন প্রজন্মের মোবাইল কনটেন্ট ক্রিয়েটরদের কমিউনিটি আরও বড় করতে প্ল্যাটফর্মটি তৈরি করেছে তারা।